আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের ধোলপুর জেলায় স্লিপার বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (২০ অক্টোবর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনায় শিশুসহ ১২ জনের প্রাণহানি হয়েছে।
জেলার বারি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব লাহরি মীনা গণমাধ্যমকে বলেন, শনিবার রাত ১১টার দিকে একটি স্লিপার বাস ধৌলপুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুনিপুরের কাছে একটি টেম্পুর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ১২ জন প্রাণ হারিয়েছেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্ঘটনার কথা বিষয়টি নিশ্চিত করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ধোলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের জন্য সময়মত এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট শোক প্রকাশ করে এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ‘ধোলপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা দুঃখজনক। আমি মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’