আন্তর্জাতিক ডেস্ক: এই বছরের শুরুতে শাওমি তাদের Note 13 Pro সিরিজ লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত ফোনটি ভারতীয় ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এই সিরিজের অধীনে Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটি 7,000 হাজার টাকা ছাড় সহ সেল করা হচ্ছে।
বিশেষত্ব হল এই 200 মেগাপিক্সেলের ফোনটিতে নো কোস্ট EMI এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটির সম্পূর্ণ অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi Note 13 Pro 5G এর অফার এবং দাম : Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটি 3টি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে টপ ভেরিয়েন্ট 12GB RAM +256GB স্টোরেজ অপশনে 3,000 টাকা ব্যাঙ্ক এবং 4,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ সবমিলিয়ে 7,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। দুটি অফার মিলিয়ে এই ফোনটি মাত্র 22,999 টাকা দামে পাওয়া যাবে। তবে ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
বর্তমানে 8GB RAM +256GB স্টোরেজ অপশনে 3,000 টাকা ফ্ল্যাট এবং 3000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই অফারের পর ফোনটির দাম 21,999 টাকা হয়েছে। তবে এই ভেরিয়েন্টটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
আবার বেস মডেল 8GB RAM +128GB স্টোরেজ অপশন মাত্র 19,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ভেরিয়েন্টেও ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ 6,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই বেস মডেল 25,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটিতে কেনার জন্য নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে 9 মাসের সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে এক্সচেঞ্জ অফার হিসেবে 3,000 টাকার এডিশোনাল অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরনো স্মার্টফোন সেল করলে এক্সট্রা 3,000 টাকা পাওয়া যাবে।
কোথা থেকে কেনা যাবে? উপরোক্ত সমস্ত অফার সহ Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটি কোম্পানির ওয়েবসাইট, রিটেল আউটলেট, শপিং সাইট আমাজন, ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। নিচে কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সমস্ত অফার দেখা যাবে।
Redmi Note 13 Pro 5G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Redmi Note 13 Pro 5G স্মার্টফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 1800 নিটস পীক ব্রাইটনেস,1920Hz হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং, 2160Hz টাচ স্যাপ্লিং রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস বিক্টস প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর দেওয়া হয়েছে। ক্যামেরা: এই স্মার্টফোনে স্যামসাঙের ISOCELL HP3 সেন্সর সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই স্মার্টফোনের 67W টার্বোচার্জ ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যান্য: এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং, 3.5mm অডিও জ্যাক, IRব্লাসটার, ডুয়াল স্টিরিয়ো স্পিকার এবং X-এক্সিস মোটর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
ওএস: Redmi Note 13 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং মীউআই 14 সহ লঞ্চ করা হয়েছিল। এতে আপডেট দেওয়া হয়েছে।