আন্তর্জাতিক ডেস্ক: স্মার্টফোন বাজার প্রতিদিন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের ইতিহাসের সবচেয়ে দামি স্মার্টফোন বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে।
কোরিয়ান সংবাদমাধ্যম এফএন নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং কোম্পানির ইতিহাসের সবচেয়ে দামি স্মার্টফোনটি ২৫শে অক্টোবর বাজারে আসতে পারে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্পেশাল এডিশন নামে এই মডেলটির দাম শুরু হবে ১,৮৫,০০০ টাকা থেকে। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া এবং চীনে এই ফোনটি পাওয়া যাবে। দক্ষিণ কোরিয়ায় ২৫শে অক্টোবর ফোনটি বাজারে আসবে বলে এফএন নিউজ জানিয়েছে।
জল্পনা অনুযায়ী, স্যামসাং কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্পেশাল এডিশন। এর পুরুত্ব হবে মাত্র ১০ মিমি। এর আগে বাজারে আসা গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর পুরুত্ব ছিল ১২.১ মিমি। ৬.৫ ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে এবং ৮ ইঞ্চি ইন্টার্নাল ডিসপ্লে থাকবে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্পেশাল এডিশনে। কালো রঙের এই ফোনটিতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
বলা চলে, স্মার্টফোন বাজার প্রতিদিন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের ইতিহাসের সবচেয়ে দামি স্মার্টফোন বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে এই ফোনটি নিয়ে জল্পনা চলছে। এবার লঞ্চের তারিখ সহ নতুন তথ্য সামনে এসেছে।