বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:১৭:৪৮

হঠাৎ কুয়েতে স্বর্ণের দাম কত হলো জানেন?

হঠাৎ কুয়েতে স্বর্ণের দাম কত হলো জানেন?

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের মার্চ থেকে হঠাৎ করেই বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতেও স্বর্ণের দাম বেড়েই চলেছে। গত আট মাসে গ্রাম প্রতি দাম বেড়েছে পাঁচ দিনার।

রেট স্বর্ণের ১ গ্রামের দাম পঁচিশ দিনার তিনশ’ ফিলস গিয়ে পৌঁছেছে, যা কুয়েতের স্বর্ণের বাজারের সর্বকালের রেকর্ড দাম। এ যাবত কালের সর্বোচ্চ মূল্য।

 কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। তাই এই মূল্য সবসময় এক থাকে না।

দেশটিতে প্রত্যেকটি স্বর্ণের দোকানে সরকারের দেয়া অনলাইন মূল্য তালিকা রয়েছে। দোকানিরা বলছেন, একশ’ ফিলস কমলে তিনশ’ ফিলস বাড়ে। স্বর্ণের মূল্যের উর্ধোগতি থামার সম্ভাবনা নেই।

কুয়েতে সাধারণত স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। চব্বিশ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য ২৭ দিনার ৫৯০ ফিলস (২৭.৫৯০ কুয়েতি দিনার) যা বাংলাদেশি মুদ্রায় এগার হাজার টাকারও বেশি।

বাইশ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের  মূল্য ২৫ দিনার ৩২৫ ফিলস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকারও বেশি। একুশ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের মূল্য ২৪ দিনার ১৬৫ ফিলস। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকা।

কুয়েতে মুদ্রা বিনিময় হাউজগুলোতে এই মুহূর্তে এক কুয়েতি দিনারের বিপরীতে ৪০০ টাকা রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে