আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের সঙ্গে ব'ন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহ'ত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মণিপুরের জিরিবাম জেলায় এই ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘সোমবার দুপুরের দিকে সন্দেহভাজন জ'ঙ্গিরা সিআরপিএফ ক্যাম্পে হা'মলা চালালে সিআরপিএফ সদস্যরা পাল্টা হা'মলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ব'ন্দুকযুদ্ধ শুরু হয়। এতে হ'তাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অ'স্ত্র উদ্ধার করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।’
ব'ন্দুকযুদ্ধে একজন সিআরপিএফ জওয়ানও আহ'ত হয়েছেন। তাকে বিমানে করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছরের মে থেকে মণিপুরের ইম্ফল ভিত্তিক মে''ইতে গোষ্ঠী এবং পাশের পাহাড়ে বসবাসরত কু''কিদের মধ্যে জাতিগত সহিংসতায় ২০০ জনেরও বেশি নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
এদিকে, সশ'স্ত্র জঙ্গিরা বড়বেকরা এলাকার বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়িতে অ'গ্নিসংযোগ করেছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
এর আগে সোমবার সকালে, জ'ঙ্গিরা কাছের একটি পাহাড়ের চূড়া থেকে গুলি চালালে সেখানকার মাঠে কাজ করা এক কৃষক জখম হন। তাকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।