মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ০৪:৫৬:৪৫

জনগণের কাছে ক্ষমা ভিক্ষা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

জনগণের কাছে ক্ষমা ভিক্ষা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রের কাছে সহায়তা চাওয়ার সময় হেনস্তার শিকার লাখো মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন।
 
আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্ট থাকা অসংখ্য মানুষের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।  জনগণের অভিযোগ,ম আশ্রয়হীন হয়ে কিংবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্রের কাছে সহায়তা চাইতে গেলে তারা হেনস্থার শিকার হয়েছেন।

এসব অভিযোগের ভিত্তিতে গঠিত সরকারি কমিশনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, প্রতি তিনজনের একজন অত্যাচারের শিকার হয়েছেন।

 বিষয়টি প্রকাশের পর নিউজিল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন দেশটির সরকারের পক্ষ থেকে অত্যাচারিতদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন।

 প্রধানমন্ত্রী লুক্সন বলেন, এমন ঘটনা আর যেনো না ঘটে সে ব্যাপারে কঠোর নজরদারি করা হবে। আর সবকিছুর সঠিক তদন্ত করা হবে।

কমিশনের তথ্যানুযায়ী, ১৯৫০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনায়  প্রায় ৬ লাখ ৫০ হাজার মানুষ হেনস্থার শিকার হয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত ব.র্ণবাদের কারণে এসব অত্যাচার চালানো হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মাওরি জাতিগো.ষ্ঠীর মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে