আন্তর্জাতিক ডেস্ক : জাপানে আবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এবার কেঁপে উঠল দেশটির কোশিমা অঞ্চল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়, রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে জাপানের কোশিমা অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটি কেন্দ্রস্থলের নিচে ৭০.৬ কিলোমিটার (৪৩.৮ মাইল) মধ্যবর্তী গভীরতায় আঘাত হানে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটি সম্ভবত কেন্দ্রস্থলের কাছাকাছি অনেকে অনুভব করেছেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত আগস্প মাসে জাপানের দক্ষিণ উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়।
ওই ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ এক সতর্কতা জারি করে জানায়, ভবিষ্যতে ‘বড় ধরনের ভূমিকম্প’ হওয়ার ঝুঁকি বেড়েছে। সেই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে নিজ নিজ জায়গায় থেকে ভূমিকম্পের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানায়।
চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।