আন্তর্জাতিক ডেস্ক : Vivo ভারতে তার নতুন Y-Series এর স্মার্টফোন Vivo Y300 5G লঞ্চ করেছে। ভিভো ওয়াই300 5জি ফোনে 6.67-ইঞ্চির FHD+ 120Hz AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া ভিভো ওয়াই300 5জি ফোনের দাম সহ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vivo Y300 5G ফোনের ভারতে দাম কত
ভিভো ওয়াই300 ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ভিভো ফোনের 8GB RAM+256GB মডেলটি 23,999 টাকায় কেনা যাবে।
লেটেস্ট ভিভো ফোনের প্রি-অর্ডার শুরু হয় গেছে। ফোনের বিক্রি 26 নভেম্বর থেকে ভিভো ওয়েবসাইট, Flipkart এবং Amazon সহ অন্যান্য রিটেল স্টোর থেকে করা হবে। লঞ্চ অফারের আওতায় ভিভো ফোনে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারে ক্যাশব্যাক পাওয়া যাবে।
ভিভো ওয়াই300 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: ভিভো ওয়াই300 5জি ফোনে 6.67-ইঞ্চি Full HD+E4 AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 2400 ×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 1800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি অক্টা-কোর Snapdragon 4 Gen 2 4nm মোবাইল প্ল্যাটফর্মে কাজ করবে। ফোনে 8GB LPDDR4x RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই300 5জি ফোনে 50MP রিয়ার ক্যামেরা এবং 2MP পোট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।