আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো। আগামী ২৭ নভেম্বর ট্রেনটির প্রথম ধাপের উদ্বোধন হবে। সৌদির আধুনিক যাতায়াত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে বিবেচিত হচ্ছে।
২২ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি ২০১২ সালে পরিকল্পনা করা হয়। কিন্তু করোনা মহামারির সময় থমকে দাঁড়িয়েছিল প্রকল্পটি। অবশেষে শুরু হতে যাচ্ছে আধুনিক এই মেট্রো। সোমবার সামা টিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
রিয়াদ মেট্রো প্রকল্পটি বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ব্যবস্থা হিসাবে পরিচিত। প্রথম ধাপে এর ছয়টি রুটের মধ্যে তিনটি রুট চালু হবে। রিয়াদ মেট্রো তাদের অফিসিয়াল এক্স-(পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে। পরিবহণ ব্যবস্থার এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পটি রিয়াদ শহরের যাতায়াত ব্যবস্থায় বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে। মেট্রোটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত হবে এবং এটি পুরোপুরি চালকবিহীন। প্রথম তিনটি রুট চালুর মাধ্যমে নগরবাসীদের জন্য সহজ, দ্রুত এবং আরামদায়ক যাত্রার সুযোগ সৃষ্টি হবে।
রিয়াদ মেট্রো সৌদি আরবের বৃহত্তর নগর উন্নয়ন কৌশলের একটি মূল উপাদান। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দক্ষ পরিবহণের জন্য চাহিদার সঙ্গে, প্রকল্পটির লক্ষ্য শহরটির অবকাঠামো আধুনিকীকরণ করা এবং এর অর্থনৈতিক ও পরিবেশগত স্থায়িত্ব লক্ষ্যে অবদান রাখা।
একবার সম্পূর্ণরূপে চালু হলে মেট্রো সিস্টেমটি যানজট হ্রাস করবে, বায়ুর গুণমান উন্নত করবে এবং রিয়াদের বাসিন্দাদের জীবনযাত্রার সামগ্রিক মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। উপরন্তু প্রকল্পটি নির্মাণের সময় এবং চলমান ক্রিয়াকলাপের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। এই মেট্রো সিস্টেমটি পরিবেশবান্ধব এবং শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নগর পরিকল্পনার একটি আধুনিক মডেল, যা ভবিষ্যতের নগর পরিবহণ ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করবে। এটি শুধু রিয়াদের নয় বরং সমগ্র সৌদি আরবের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় অর্জন।