মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ০৯:০৬:০৪

পাকিস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ

পাকিস্তানে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।

গত ২৪ নভেম্বর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা। আজ মঙ্গলবার তারা রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি-চকে পৌঁছেছেন।

তবে তাদের প্রতিহত করতে ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ জানিয়েছে, সেনাদের ইমরানের পক্ষের বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

বহিঃশক্তির আগ্রাসন এবং যুদ্ধের সময়ের জন্য সংবিধানে এই ধারা রাখা হয়েছে। কিন্তু পিটিআইয়ের বিক্ষোভকারীদের দমনে রাজধানী ইসলামাবাদে এই ধারা সক্রিয় করা হয়েছে। যদিও এখন পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে কারও মৃত্যুর তথ্য শোনা যায়নি।

এছাড়া সংবিধানের এই ধারা অনুযায়ী সেনাবাহিনী যা খুশি তাই করতে পারবে। এজন্য ভবিষ্যতে তাদের কোনা ধরনের বিচারিক ঝামেলায় পড়তে হবে না।

বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এক সদস্য।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে ‘কাউকে যেন ছাড়’ না দেওয়া হয়।

প্রায় ১০ দিন আগে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু এই ধারা ভঙ্গ করেই ইমরান খানের সমর্থকরা রাজধানীতে প্রবেশ করেছেন। এরমধ্যে কয়েকশ মানুষ ডি-চকে প্রবেশ করেছিলেন। তখন তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং তাজা গুলি ছোড়া হয়। কাঁদানে গ্যাস ও গুলিতে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ঘাড়ের উপর কয়েক ডজন মামলা ও দণ্ড নিয়ে বর্তমানে কারাগারে বন্দি আছেন ইমরান খান। তাকে মুক্ত করতে ২৪ নভেম্বর থেকে বড় আন্দোলনে নামেন পিটিআইয়ের কর্মীরা। সূত্র: ব্লুমবার্গ, আলজাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে