সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ০৯:১১:১৯

এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেক যাত্রী

এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার নাইজার নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক যাত্রী এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে দুই শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নাইজেরিয়ার কোগি প্রদেশ থেকে পার্শ্ববর্তী নাইজার প্রদেশের সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এর যাত্রীদের বেশিরভাগই বাজারের ব্যবসায়ী এবং কৃষিশ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যমতে, অনেক যাত্রী জীবনরক্ষাকারী জ্যাকেট পরিহিত ছিলেন না। যাত্রীদের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানার চেষ্টা করা হলেও নৌকাটিতে কোনো তালিকা রাখা হয়নি, যা উদ্ধার অভিযানে সমস্যা সৃষ্টি করছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কোগি প্রদেশের প্রধান জাস্টিন উচে বলেন, দুর্ঘটনাটি গভীর রাতে ঘটেছে এবং যাত্রীদের সঠিক তালিকা নেই। ফলে কতজন নিখোঁজ রয়েছেন, তা নির্ধারণ করা কঠিন।

কর্তৃপক্ষ বলেছে, ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে গেলেও নতুন করে জীবিত কাউকে উদ্ধারের আশা ধীরে ধীরে ফুরিয়ে আসছে।

কোগি প্রদেশের গভর্নর উসমান ওদোদো জীবিতদের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা বিধি কার্যকরের আহ্বান জানিয়েছেন তিনি।

গত দুই মাসে নাইজেরিয়ায় এটি তৃতীয় বড় নৌকাডুবি। গত মাসে প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে একটি কাঠের নৌকা ডুবে গেলে ২০০ জনের প্রাণহানি ঘটে। এক সপ্তাহ আগে ডেল্টা প্রদেশে দুটি নৌকার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়।

নিরাপত্তা বিধি না মানা এবং যাত্রী পরিবহনে নিয়মের তোয়াক্কা না করার কারণেই দেশটিতে বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে