বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৭:১৮

এক চার্জে ৪৩০ মাইল পর্যন্ত চলতে সক্ষম গাড়িটি

এক চার্জে ৪৩০ মাইল পর্যন্ত চলতে সক্ষম গাড়িটি

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ধীরে ধীরে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে শুরু করেছে। এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে যুক্তরাজ্যের অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নিজেদের তৈরি ‘টাইপ ০০’ মডেলের বৈদ্যুতিক কনসেপ্ট গাড়ি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ি কেমন হতে পারে, তা তুলে ধরতেই গাড়িটি প্রদর্শন করা হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে গাড়িটি।

টাইপ ০০ মডেলের গাড়িটির নকশায় রোলস রয়েসের আভিজাত্য ও টেসলা সাইবারট্রাকের আধুনিকতার সম্মিলন ঘটেছে। এ প্রসঙ্গে জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) ক্রিয়েটিভ বিভাগের প্রধান কর্মকর্তা (সিসিও) জেরি ম্যাকগোভার্ন বলেন, ‘এই নকশা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। কিন্তু এটি ঠিক আছে। আমরা ক্রমাগত নতুন ধারণা পর্যালোচনা করে এগিয়ে যাব। কারণ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও পরিবর্তন আনতে হবে।’

টাইপ ০০ মডেলের গাড়িটি দৈর্ঘ্যে পাঁচ মিটারের বেশি। ভেতরের নকশাও দৃষ্টিনন্দন এবং আধুনিক। গাড়িটির সামনের অংশে রয়েছে দুটি বড় ডিসপ্লে। এই ডিসপ্লেগুলো চালকের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করবে। চাইলে গান শোনা, ভিডিও দেখা বা অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে।

ডিম্বাকৃতির স্টিয়ারিং হুইলযুক্ত গাড়িটির পেছনে জানালা ও উইন্ডশিল্ড নেই। এর পরিবর্তে গাড়ির পাশে থাকা ক্যামেরার মাধ্যমে পেছনের দৃশ্য দেখা যাবে। ‘মায়ামি পিংক’ ও ‘লন্ডন ব্লু’ রঙে বাজারে পাওয়া যাবে গাড়িটি। একবার চার্জে সর্বোচ্চ ৪৩০ মাইল পর্যন্ত চলতে সক্ষম গাড়িটির দাম সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে