রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৭:৫২

মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়ার নির্দেশ দিলো দিল্লি

মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়ার নির্দেশ দিলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে হঠাৎ করেই সংঘাত বেড়েছে। চলমান এই রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। একইসঙ্গে যত দ্রুত সম্ভব ভারতীয় নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে দিল্লি।

এ বিষয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের কোনো ধরনের ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। 

বিবৃতিতে, একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হলো। +963 993385973 এ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এ ছাড়াও রয়েছে ইমেল আইডি [email protected]। আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে