রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৪:৪৯

‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে মাটিতে গড়িয়ে পড়েন’

‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে মাটিতে গড়িয়ে পড়েন’

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীরা রবিবার জানিয়েছে, ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি দামেস্কে প্রবেশ করেছেন। এর কয়েক ঘণ্টা আগেই তাদের যোদ্ধারা রাজধানী দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত বলে ঘোষণা করেছে।

টেলিগ্রামে প্রকাশিত একটি বিবৃতিতে গোষ্ঠীটির নেতাকে তার প্রকৃত নাম আহমেদ আল-শারা হিসেবে চিহ্নিত করা বলা হয়, দামেস্কে পৌঁছনোর পর তিনি ‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে মাটিতে গড়িয়ে পড়েন’। একটি ভিডিওতে তাকে একটি মাঠে সিজদা করতে দেখা গেছে।

এ ছাড়া সরকারি নিয়ন্ত্রণ থেকে দামেস্ক দখল করা বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেওয়া এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি রবিবার রাজধানীর ঐতিহাসিক উমাইয়া মসজিদ পরিদর্শন করেন। সেখানে তিনি ভাষণ দেন এবং জনতা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি মসজিদে প্রবেশ করার সময় জনতা তাকে সমর্থন জানিয়ে উল্লাস প্রকাশ করছে।
সিরীয়রা রবিবার একটি পরিবর্তিত দেশ দেখতে পেল।

কারণ বিদ্রোহীরা মাত্র দুই সপ্তাহের মধ্যে এক চমকপ্রদ অভিযান চালিয়ে দামেস্কে প্রবেশ করে এবং ঘোষণা দেয়, তারা আসাদকে উৎখাত করেছে। এর পর থেকে আসাদের অবস্থান অজানা। তিনি সিরিয়া ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বিদ্রোহীদের দখল করা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি পড়ে শোনানো হয়।

সেখানে আল-জোলানি বলেছেন, ‘আমরা আমাদের বিপ্লবের লক্ষ্য অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ২০১১ সালে যে পথ শুরু করেছিলাম তা শেষ করার জন্য প্রস্তুত।’

২০১১ সালে আসাদ শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের ওপর দমন-পীড়ন চালিয়েছিলেন, যা একটি জটিল সংঘাতের জন্ম দেয় এবং বিদেশি সেনাবাহিনী ও জিহাদিরা এতে জড়িয়ে পড়ে।

টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা ততক্ষণ থামব না, যতক্ষণ না মহান সিরীয় জনগণের সব অধিকার নিশ্চিত করা না হয়। ভবিষ্যৎ আমাদের। আমরা বিজয়ের দিকে এগিয়ে চলেছি। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে