বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৬:১৪

এই গাড়ি বাজারে আসার আগেই শোরগোল শুরু হয়েছে

এই গাড়ি বাজারে আসার আগেই শোরগোল শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া অত্যাধুনিক ফিচারের স্পোর্টস ইউলিটি ভেইকেল বা এসইউভি আনছে। যার মডেল কিয়া সিরস এসইউভি। এই গাড়ি বাজারে আসার আগেই শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যে গাড়িটির টিজার প্রকাশ্যে এসেছে। আগামী বছরের শুরুতেই কিয়ার এই গাড়ি বাজারে আসতে পারে।

গাড়িটি আত্মপ্রকাশের আগে কিয়া একটি টিজার প্রকাশ করেছে। যেখানে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে, সংস্থার দুই জনপ্রিয় এসইউভি সেলটোস এবং সনেটের মধ্যে অবস্থান করবে মডেলটি।

কিয়া সিরস-এর টিজারে গাড়িটির পেছনের অংশের সিলুয়েট দেখা গেছে। এটি এল আকৃতির এলইডি টেইললাইট দিয়ে সজ্জিত। যা পেছনের উইন্ডশিল্ডের চারপাশে স্থাপিত। তবে, সেলটোস এবং সনেটের মতো কানেক্টেড টেইললাইট কিয়া সিরসে অনুপস্থিত। উপরন্তু, এতে শার্ক-ফিন অ্যান্টেনাও দেওয়া হয়েছে। এটি একটি সাব-ফোর মিটার এসইউভি অর্থাৎ দৈর্ঘ্য চার মিটারের কম।

আগের টিজার এবং স্কেচ অনুযায়ী, সিরস এসইউভি-তে থাকবে উল্লম্বভাবে সাজানো তিনটি পডের এলইডি হেডলাইট, লম্বা এলইডি ডে-টাইম রানিং লাইট, বড় উইন্ডো প্যানেল, ফ্ল্যাট রুফ, সি-পিলারের কাছে শার্প উইন্ডো লাইনের বাঁক, ফ্লেয়ারড হুইল আর্চ, ফ্লাশ-ফিটিং দরজার হাতল এবং ছাদের রেল।

সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যের মধ্যে একটি হল সিরস এসইউভিতে থাকা প্যানোরামিক সানরুফ। এটি ভারতে খুব জনপ্রিয় এবং মহিন্দ্রা এক্সইউভি থ্রিএক্সজিরো মতো মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এছাড়া, স্পাই শট থেকে জানা গেছে যে সিরস-এ নতুন ডিজাইনের দুই-স্পোক স্টিয়ারিং হুইল, ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে (যেখানে ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ড্রাইভার ডিসপ্লে একত্রিত), স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ওয়্যারলেস চার্জারের মতো বৈশিষ্ট্য থাকতে পারে। নিরাপত্তার ক্ষেত্রে থাকবে ছয়টি এয়ারব্যাগ, আইসোফিক্স চাইল্ড সিট অ্যাঙ্করেজ, পার্কিং সেন্সর এবং রিভার্স ক্যামেরা।

ইঞ্জিন এবং গিয়ারবক্স
কিয়া সিরসে সনেটের ইঞ্জিন ব্যবহৃত হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন, ১.০ লিটার টার্বো পেট্রোল ইউনিট এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। গিয়ারবক্সের বিকল্পগুলোর মধ্যে থাকবে পাঁচ-স্পিড ম্যানুয়াল, ছয়-স্পিড ম্যানুয়াল, ছয়-স্পিড আইএমটি, সাত-স্পিড ডিসিটি এবং ছয়-স্পিড অটোমেটিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে