রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৯:৫৮

ভাগ্যবান হবে ২৫ লাখ!

ভাগ্যবান হবে ২৫ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবথেকে সস্তা মোবাইল ফোন।  বুধবার FREEDOM 251 আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার পর গোটা দেশের নজর ছিল ফোনটির ওপর।  সেই মতো বৃহস্পতিবার বুকিং সাইট খুলতেই হোঁচট।  

অতিরিক্ত চাপে বন্ধ করে দেয়া হয় সাইটিকে।  এর ২৪ ঘণ্টা পর ফের চালু হলেও শেষ রক্ষা হরো না।  শনিবার সকালে সংস্থার তরফে জানিয়ে দেয়া হলো, বিশ্বের সবথেকে সস্তার ফোন আর বুক করা যাবে না।  রাতারাতি ফোন বুকিং বন্ধ করে দেয়ার পেছনে অন্য গন্ধ পাচ্ছেন অনেকে।

কারণ বৃহস্পতিবারই সংস্থার নয়ডার মূল অফিসে হানা দেয় আয়কর আধিকারিকরা।  দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বেশকিছু নথি উদ্ধার হয়েছে।  কার্যত এরপরই রাতারাতি বন্ধ করে দেয়া হয় ফোন বুকিং।  কিন্তু যতক্ষণ ফোন বুকিং চলছে ততক্ষণ ফোন বুকিংয়ের সংখ্যা জানলে মাথা খারাপ হয়ে যেতে হবে।

সংস্থা জানাচ্ছে, কমবেশি ৫ কোটি অর্ডার জমা পড়েছে সবচেয়ে সস্তার ফোন বিক্রয়কারী সংস্থা রিংগিং বেলসের কাছে।  কিন্তু এক্ষেত্রের সমস্যা।  তারা মোট ২৫ লাখ স্মার্টফোন সরবরাহ করবে।  

সংস্থার প্রেসিডেন্ট অশোক চাড্ডাই এ কথা জানিয়েছেন।  কিন্তু প্রথমদিন থেকে বিজ্ঞাপনে এ বিষয়ে কোনোকিছু উল্লেখ করা হয়নি।  বলা হয়েছিল, দেশের প্রত্যেক মানুষের কাছেই পৌঁছে দেয়া হবে সস্তার ফোন।  কিন্তু হঠাৎ জবানবন্দি পাল্টে গেল সংস্থার।

এখানেই শেষ নয়, সংস্থার পক্ষে জানানো হয়েছে, এখনো ফোনের উৎপাদন শুরু হয়নি।  আগামী ১০ এপ্রিল থেকে সস্তার ফোন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে।  ৩০ জুনের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হবে।  ২৫ লাখ ভাগ্যবান গ্রাহককে ফোন দেয়া হবে।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে