সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০২:৩৯

জিকাকে ভাইরাস রুখবে এবার ড্রোন

জিকাকে ভাইরাস রুখবে এবার ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকমাস ধরেই দাপিয়ে বেড়াচ্ছে জিকা। এই ভাইরাসের নজর মূলত লাতিন আমেরিকা ও আফ্রিকার ওপর। জিকার লড়াই করতে বিভিন্ন দেশ বিভিন্ন অস্ত্র নিয়ে নেমেছে। কোনো কিছুই খুব একটা কাজে দিচ্ছে না দেখে ব্রাজিল এবার টেকনোলজির সাহায্য নিচ্ছে। জিকাকে রুখতে তাই সাও পাওলোর আকাশে উড়ছে ড্রোন। জিকার উৎস হলো মশা।

জিকাকে রুখতে হলে আটকাতে হবে মশার জন্ম। ব্রাজিলে এই কাজটাই করবে ড্রোন। সাও পাওলোর আকাশে উড়তে থাকা অসংখ্য ড্রোন ওপর থেক নজর রাখবে শহরের সেইসব জায়গেয় যাখানে মশা জন্মাতে পারে যেমন বাড়ি সংলগ্ন বাগানে বা ছাদে। মশার চিহ্ন ড্রোনের চোখে ধরা পড়লেই দ্রুত তা নিধনের ব্যবস্থা করা হবে। এভাবে যদি শুরুতেই  মশার জন্ম রোখা যায় তবে জিকাকে আটকানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগে জিকা ভাইরাসের বাহক মশা দমন করতে সেনাবাহিনী নামানোর ঘোষণা দিয়েছে ব্রাজিল। দেশটিতে মশা নিয়ন্ত্রণ করার জন্য দুই লাখ ২০ হাজার সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে