শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৪:১৬

Xiaomi SU7 গাড়িটি প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে

Xiaomi SU7 গাড়িটি প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে

আন্তর্জাতিক ডেস্ক : দেশের স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমি (Xiaomi)। মোবাইল ফোনের বাজারে শীর্ষে থাকার পরে এবার গাড়ির বাজারেও দাপট দেখানোর প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। নিয়ে আসছে প্রথম বৈদ্যুতিক গাড়ি Xiaomi SU7। গাড়িটি প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। আসুন, এই গাড়ির ডিজাইন, বৈশিষ্ট্য এবং সম্ভাব্য দাম নিয়ে আলোচনা করি।

গাড়ির ডিজাইন এবং বৈশিষ্ট্য
Xiaomi SU7-এর ডিজাইন বেশ আকর্ষণীয়। এটি আধুনিক এবং স্টাইলিশ লুক নিয়ে এসেছে, যা Porsche Taycan এর সাথে তুলনীয়। Xiaomi স্টোরে গাড়িটি প্রদর্শিত হয়েছে এবং Xiaomi SU7 সংস্করণটি আগের মডেলের থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।

লোগোর পরিবর্তন: Xiaomi -র লোগোটি পিছনের দিকে ছোট হয়েছে, যা গাড়িটির সৌন্দর্য বাড়িয়েছে। রঙের বৈচিত্র্য: এই EV গাড়িটির মোট 6টি রঙের ভ্যারিয়েন্ট আছে। Meteor Blue, Radiant Purple, Basalt Gray, Lava Orange, Pearl White, Diamond Black

মডেলের সংস্করণ: Meteor Blue রঙের মডেলটি সর্বোচ্চ কনফিগারেশনের ম্যাক্স সংস্করণ, আর Basalt Gray স্ট্যান্ডার্ড সংস্করণ।

Xiaomi SU7-এর ভিতরের ডিজাইন নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। গাড়ির ভিতরের অংশগুলি প্রধানত কৃত্রিম চামড়া (artificial leather) দিয়ে তৈরি।

প্যাসেঞ্জার আসনের স্ক্রিনের অভাব: গাড়ির প্যাসেঞ্জার সিটে কোন স্ক্রিন নেই, যা বর্তমান সময়ের নিরিখে ব্যবহারকারীর জন্য হতাশাজনক হতে পারে। পেছনের সিটের স্থান: সিটের স্পেশ অপর্যাপ্ত। পেছনের সিটে 6.2 ফুট উচ্চতার লোকেরা পেছনের সিটে বসলে মাথা ছাদের সাথে স্পর্শ করতে পারে।

দাম এবং বাজারের প্রতিযোগিতা
Xiaomi SU7 এর মূল্য নিয়ে অনেক আলোচনা চলছে। সংস্থার চেয়ারম্যান লেই জুন বলেছেন, SU7-এর দাম প্রায় ২৮,০০০ মার্কিন ডলারের কম হবে না।

চীনে বৈদ্যুতিক গাড়ির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। BYD এবং টেসলার মধ্যে কঠিন প্রতিযোগিতা চলছে। ফলে জায়গা দখল করা বেশ শক্ত হবে Xiaomi র।

Xiaomi র শক্তিশালী ইকোসিস্টেম
Xiaomi র ইকোসিস্টেমটি তাদের গাড়ির ব্যবসার জন্য একটি বড় সুবিধা। স্মার্টফোন, ট্যাবলেট এবং স্মার্ট স্পিকার এর মাধ্যমে SU7 নিয়ন্ত্রণ করা সম্ভব।

যদি SU7-এর দাম প্রত্যাশার চেয়ে বেশিও হয়, তবুও Xiaomi র অনুরাগীরা এটি গ্রহণ করবে।

গাড়ির প্রযুক্তিগত কনফিগারেশন
এটি মাত্র 10.67 সেকেন্ডে 0 থেকে 200 কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে। প্রিমিয়াম রাইড মানে শুধু শক্তি নয়, সেই শক্তি কত দ্রুত সাড়া দেয় তাও গুরুত্বপূর্ণ। সবগুলো Xiaomi SU7 মডেলে সিলিকন কার্বাইড ব্যবহার করা হয়েছে, কোনো খরচ কমানো হয়নি। সিরিজের সব ক্ষেত্রেই সিলিকন কার্বাইড কন্ট্রোল, চার্জার এবং কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, যার দক্ষতা 99.6%।

Xiaomi SU7 Max মাত্র 15 মিনিট চার্জে অবিশ্বাস্য 510 কিলোমিটার রেঞ্জ দেয়। এমনকি স্ট্যান্ডার্ড Xiaomi SU7-ও পিছিয়ে নেই, একই সময়ের মধ্যে 350 কিলোমিটার রেঞ্জ বাড়িয়ে দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে