সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৪:৪৮

ইরানি প্রেসিডেন্ট রুহানিকে বিশেষ বার্তা দিয়েছেন পুতিন, কি সেই বার্তা?

ইরানি প্রেসিডেন্ট রুহানিকে বিশেষ বার্তা দিয়েছেন পুতিন, কি সেই বার্তা?

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে  বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের পাঠানো এই বার্তাটি রুহানির কাছে পৌঁছে দিয়েছেন ইরান সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সিরিয়া সংকট নতুন দিকে মোড় নেয়ার পর এই খবর এলো। কি আছে সেই বার্তায়?

হাসান রুহানির সঙ্গে এক বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আঞ্চলিক চলমান ঘটনাবলী ও সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়ে একটি রিপোর্টও তুলে ধরেন। এ সময় প্রেসিডেন্ট রুহানি সিরিয়া বিষয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন এবং সিরিয়ার সম্ভাব্য সমাধান নিয়েও কথা বলেন।

তিনি বলেন, দেশটির চলমান সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক আলোচনা এবং সিরিয়ার সরকার ও জনগণের প্রতি সম্মান দেখানো। তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ার জনগণই নিজেদের দেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়া সফর শেষ করে দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রুশ প্রতিরক্ষামন্ত্রী ইরান সফর করছেন।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে