সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪০:২৯

২৫১ টাকার ফোনে ৩দিনে আয় ৬৩ কোটি টাকা!

২৫১ টাকার ফোনে ৩দিনে আয় ৬৩ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৩ দিন বিক্রি। আর এই অল্প সময়ের মধ্যে আয় ৬৩ কোটি টাকা! ভাবা যায়? সত্যি অবাক করার মত ব্যাপার। বলা হচ্ছিল পৃথিবীর সব থেকে সস্তা স্মার্টফোন Freedom 251-এর কথা।

নয়েডার কোম্পানি Ringing Bells. বৃহস্পতিবার থেকে শনিবার বুকিং বন্ধ হওয়া প‌র্যন্ত বিক্রি হয়েছে মোট ৭.৫৩ কোটি ফোন। আর এ সংখ্যক ফোন বিক্রি করে এই তিনদিনে কোম্পানিটি আয় করেছে ৬৩ কোটি টাকা।

বৃহস্পতিবার অনলাইন বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২৫ লক্ষ ফোনের লক্ষ্যমাত্রায় পৌঁছে ‌যায় সংস্থা। ফলে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় বুকিং। তার পর শুক্রবার সকাল থেকে ফের ঝাঁপিয়ে পড়েন ক্রেতারা। শনিবার দুপুর ১২টা নাগাদ বুকিং বন্ধ হওয়ার সময় বিক্রি হয়েছে প্রায় সাড়ে সাত কোটি ফোন।

সংস্থার সিইও মোহিত গোয়েল জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ফোন ডেলিভারি শুরু করবেন তারা। এপ্রিলের মধ্যে শেষ হবে ফোনের ডেলিভারি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সাড়ে সাত কোটি ফোন তৈরি করতে অন্তত ১ বছর সময় লাগবে সংস্থার।

সূত্রের খবর, ইতিমধ্যে প্রথম ধাপে ৩০ হাজার ফোন ডেলিভারি করেছে। তবে প্রচুর অর্ডার আসতে থাকায় অনলাইন লেনদেনে কিছু সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। তাই ডেলিভারি নিশ্চিত হলে তবেই ক্রেতার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

Ringing Bells জানিয়েছে প্রথম দিন ৩.৭ কোটি ফোন বিক্রি হয়েছে। দ্বিতীয় দিন বিক্রি হয়েছে ২.৪৭ কোটি ফোন।

বৃহস্পতিবার ফোনের বিক্রি শুরু হতেই অনলাইনে হুমড়ি খেয়ে পড়েন সবাই। সস্তার ফোন কেমন চলে জানতে কৌতুহলের অন্ত ছিল না সাধারণ মানুষের মধ্যে। ‌

যদিও ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন জানিয়েছে, ওই ফোন তৈরি করতে ন্যূনতম খরচ ২৩০০ টাকা। বিজেপি সাংসদ কীরিট সোমাইয়া গোটা বিষটি জালিয়াতি বলে মন্তব্য করেন।

সুত্রের খবর, সস্তার ফোন নিয়ে ইতিমধ্যে দূরসঞ্চার মন্ত্রকের কাছে অভি‌যোগ দায়ের করেছে ফোন প্রস্তুতকারীদের সংগঠন। কী ভাবে এত সস্তায় ফোন তৈরি করছে Ringing Bells কর্তাদের খতিয়ে দেখতে অনুরোধ করেছেন তারা।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে