সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৭:১৮

পোপের আহ্বান, বিশ্বে নিষিদ্ধ হউক মৃত্যুদণ্ড

পোপের আহ্বান, বিশ্বে নিষিদ্ধ হউক মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্র কাউকে হত্যা করতে পারে কিনা, এ বিতর্ক বহু দিনের। মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়ে গিয়েছে বিশ্বের ৯৮টি দেশে। তবে ভারত, বাংলাদেশ-সহ বহু দেশের আইনেই মৃত্যুদণ্ডের সাজা এখনও বহাল।

তবে এবার গোটা বিশ্বেই মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে রবিবার ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটারস স্কোয়্যারে পোপ বলেন, 'তুমি কাউকে হত্যা করবে না।'

এদিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদদের উদ্দেশ্যে পোপের বার্তা, চার্চের এই পবিত্র বছরে মৃত্যুদণ্ড স্থগিত রাখা হোক। তার কথায়, 'মৃত্যুদণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক দুনিয়া একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিক।'

বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের ১২০ কোটি সদস্যরা কিছু চরম ক্ষেত্রে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। কিন্তু প্রয়াত পোপ জন পলের মৃত্যুদণ্ড বিরোধী আহ্বানের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে