এমটিনিউজ২৪ ডেস্ক : বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে বরাবরের মতো প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় স্থানে পরিবর্তন এসেছে। আগে দ্বিতীয় স্থানে ছিল ভারত। অক্টোবরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থাইল্যান্ড।
সেখানে ১ মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৬ কোটি টাকা। এতে তৃতীয় অবস্থানে নেমে গেছে ভারত। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের দিক থেকে থাইল্যান্ডের পর সিঙ্গাপুরের বড় প্রবৃদ্ধি হয়েছে। তাই দেশটি চতুর্থ অবস্থানে উঠে এসেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে প্রতিমাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোক্তাদের সার্বিক খরচের তথ্য তুলে ধরা হয়। দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের অক্টোবর মাসে ৪৯৮ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন। অন্যদিকে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডে ১২৯ কোটি টাকার লেনদেন করেছেন। বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার ২৮ শতাংশের বেশি বা প্রায় এক–তৃতীয়াংশ খরচ হয় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে।
অক্টোবরে বিদেশে খরচ হওয়া ৪৯৯ কোটি টাকার মধ্যে ১৪১ কোটি টাকায় খরচ হয়েছে এই দুই দেশে। তবে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, আরব আমিরাত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের সিংহভাগই এই ছয় দেশে হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহার এখন যুক্তরাষ্ট্রে। অক্টোবরে দেশটিতে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা, সেপ্টেম্বরে হয়েছিল ৭৭ কোটি টাকা। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৭ কোটি টাকা বা সোয়া ৮ শতাংশের বেশি।
অন্যদিকে, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৪২ কোটি টাকা। অক্টোবরে এই খরচ একলাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকায়। এতেই বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় স্থানে উঠে আসে থাইল্যান্ড। মোট খরচের ১১ দশমিক ৪২ শতাংশ খরচ করেছে দেশটিতে। যেটি সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৮৮ শতাংশ।
এছাড়া সেপ্টেম্বরে ভারতে খরচ হয়েছিল ১২ দশমিক ৮ শতাংশ। অক্টোবরে তা কমে হয়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ। এতে ক্রেডিট কার্ডে ভারতে বাংলাদেশিদের ব্যয় তৃতীয় স্থানে চলে গেছে। এছাড়া এর বাইরে যুক্তরাজ্যে ৭ দশমিক ৫৪ শতাংশ, মালয়েশিয়ায় ৬ দশমিক ৩২ শতাংশ, কানাডায় ৫ দশমিক ৪০ শতাংশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ৪ দশমিক ২ শতাংশ করে খরচ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের অভ্যন্তরে এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ১৯৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৭ শতাংশ। আর বিদেশে খরচ বেড়েছে ৭৮ কোটি টাকা বা সাড়ে ১৮ শতাংশের বেশি।
এর মধ্যে গত অক্টোবরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে ২ হাজার ৮৬৬ কোটি টাকা। গত সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৬৯ কোটি টাকা। আর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৯৯ কোটি টাকা। সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ৪২১ কোটি টাকা।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। এতে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গত অক্টোবরে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডে ১২৯ কোটি টাকা খরচ করেছেন।
তবে সেপ্টেম্বরে যার পরিমাণ ছিল ১১১ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশিদের খরচ বেড়েছে ১৮ কোটি টাকা বা সোয়া ১৬ শতাংশ। এ দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি করেন নগদ অর্থ উত্তোলনে। অক্টোবরে ১২৯ কোটি টাকা খরচের মধ্যে ৪৭ কোটি টাকায় বিদেশিরা নগদে উত্তোলন করেছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের কার্ডের মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে ভিসা কার্ড। কারণ এ কার্ড স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করা যায়। এরপরই রয়েছে মাস্টার কার্ড, ইউনিপে, অ্যামেক্স।