সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৫:০০

কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ চলছে, ৩৬ ঘণ্টায় নিহত ৭

কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ চলছে, ৩৬ ঘণ্টায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের পাম্পোরে এখনো সেনা-গেরিলা বন্দুকযুদ্ধ চলছে। ৩৬ ঘন্টা আগে শুরু হওয়ায় এই সংঘর্ষে এখন পর্যন্ত ৭জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনদিন পরেও এক সেনা জওয়ান এবং এক গেরিলা মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে সেনা-গেরিলা সংঘর্ষে এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হল।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবার পুলওয়ামায় সিআরপিএফ–র কনভয়ে হামলার পর, রাতে একটি সরকারি ভবনে লুকিয়ে পড়ে গেরিলারা। সেইসময়ে ওই ভবনে ১৩০ জন ছিলেন। প্রায় তিন ঘন্টা ধরে অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করে সেনা ও সিআরপিএফ জওয়ানরা। উদ্ধার হয় এক জঙ্গির দেহও। কিন্তু এক নিরাপত্তা অফিসারের দাবি ওই সরকারি ভবনের ভেতর এখনও চার থেকে পাঁচজন গেরিলা লুকিয়ে রয়েছে।

সরকারি ভবনের তিনতলায় যখন রবিবার অভিযান চালানো হচ্ছিল, সেই সময়ই ২৬ বছরের ক্যাপ্টেন তুষার মহাজনের গুলি লেগে মৃত্যু হয়। তিনি জম্মুর উধমপুরের বাসিন্দা।

শনিবার রাতে সেনা-গেরিলা গুলির লড়াইয়ে মৃত্যু হয় ক্যাপ্টেন পবন কুমার সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দুই কর্মীর।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে