শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৬:০৯

বড় সুখবর, এবার ৫ বছর মেয়াদি যে ভিসা চালু করল আরব আমিরাত

বড় সুখবর, এবার ৫ বছর মেয়াদি যে ভিসা চালু করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ ৫৫ বছর বা তদুর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে। আজ শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়মে ৫৫ বছর বা তদুর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। আইসিপি বিভাগ জানিয়েছে, যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।

অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরো একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।

অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন।
এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয়, অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।

অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলার জন্যই এই ভিসা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে