শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:০৪:৪৮

আজ ‘বিছানা না গোছানো দিবস’

আজ  ‘বিছানা না গোছানো দিবস’

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ (২১ ডিসেম্বর) বছরের সবচেয়ে ছোট দিন। এই দিনটিকে ‘বিছানা না গোছানো দিবস’ হিসেবে পালিত হয়। সকালে ঘুম থেকে উঠে অপরিষ্কার ঘর দেখলে মন-মেজাজ খারাপ হয়ে যায়। তাই ঘর গুছিয়ে রাখা খুব প্রয়োজন।

তবে কেউ কেউ আছেন যাদের বিছানা ছেড়ে উঠতেই মন চায় না! ঘুম ভাঙ্গার পরও তারা সেখানে পড়ে থাকেন অনেকক্ষণ। তবে আজকের দিনটি তাদের জন্য, কারণ দিন ছোট হওয়ায় একটু পরেই তো আবার বিছানা মেলতে হবে। তাই ভাঁজ করে কী হবে?

শীতকালে ঘুম থেকে উঠে বিছানো গোছানো অনেক অলসতার একটি কাজ। এই কাজটি নিয়মিত করে না এমন লোকের সংখ্যা অনেক। কারণ সেই তো আবার রাতেই মেলতে হবে বিছানা। বিশেষ করে টিনেজারদের এই বিছানা গোছানো নিয়ে প্রতিদিন সকালে রাগারাগি হয়ে যায় বাসার সবার সঙ্গে। এজন্য তাদের অনেক কথা শুনতে হয়। এরপরও শুধু অলসতার কারণে বিছানা গোছান না তারা। 

আর ঠিক এই কথাটাই মার্কিন টিনেজার শ্যানন বারবা ভেবেছিল ২০১৪ সালে। আর তারপর থেকেই বছরের সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বরকে বিছানা না গোছানো দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে পিটিশন দায়ের করে সে। 

পিটিশনে শ্যানন লেখেন, ‘মাঝেমধ্যে আমার বিছানা গোছাতে সত্যিই ক্লান্ত লাগে। এমন একটা দিন যদি আমাদের দেশে থাকত যেদিন কাউকে নিজের বিছানা গোছানো নিয়ে ভাবত হতো না, তাহলে কিন্তু বেশ হতো। আপনারা এ নিয়ে একটি বিল পাস করলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব।’

আর বহু মানুষের মনের কথার সঙ্গে মিলে যাওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই দিবসের ধারণাটি। তথ্যসূত্র-ডেজ অব দ্য ইয়ার 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে