শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০:৩১

তিন দিক থেকে আক্রমণ করে দুই ঘণ্টা ধরে হামলা, ১৬ সেনা নিহত

তিন দিক থেকে আক্রমণ করে দুই ঘণ্টা ধরে হামলা, ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সেনাচৌকিতে হামলায় ১৬ জন সেনা সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে আফগান সীমান্তের কাছে স্থানীয় সময় শনিবার মধ্যরাতের দিকে চালানো এ হামলার দায় পাকিস্তানি তা..লে..বা...ন স্বীকার করেছে।

এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা টনাম প্রকাশ না করার শর্তে জানান, মধ্যরাতের পর শুরু হওয়া হামলা প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
প্রায় ৩০ জন বিদ্রোহী পাহাড়ি চৌকিটিকে তিন দিক থেকে আক্রমণ করে।

তিনি আরো বলেন, ‘হামলায় ১৬ জন সেনা সদস্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন। বিদ্রোহীরা তারহীন যোগাযোগ সরঞ্জাম, নথি ও চৌকিতে থাকা অন্যান্য সামগ্রী পুড়িয়ে দিয়েছে।’

পরিচয় না প্রকাশের শর্তে আরেকজন গোয়েন্দা কর্মকর্তা খাইবারপাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকার এই হামলায় হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে