রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬:৪৪

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষাপটে কিছু ভারতীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। 

তবে, মুখে যাই বলুক না কেন, ভারত আদতে বাংলাদেশি রোগীদের গ্রহণ করতে আগ্রহী। সেই কারণে দেশটি অবকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করছে।

ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল শহরকে বড় সীমান্ত শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এখানে একটি নতুন রেল স্টেশন নির্মাণ করা হবে, এবং বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে মেট্রো সংযোগও প্রতিষ্ঠিত হবে। এমনই ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

শুক্রবার সশস্ত্র সীমাবাহিনী (এসএসবি)-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন শান্তনু ঠাকুর। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য ৩০ কোটি টাকার আধুনিক ভবনের উদ্বোধন করা হয়।

শান্তনু ঠাকুর জানান, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি।”

এতে করে শুধু সীমান্ত যোগাযোগ নয়, ভারতের স্বাস্থ্য খাতেও একটি বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে