রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২:৩৭

কুয়াশায় হাসপাতালে আঘাত হানলো হেলিকপ্টার, ৪ জনের মৃত্যু

 কুয়াশায় হাসপাতালে আঘাত হানলো হেলিকপ্টার, ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। প্রাদেশিক গভর্নর ঘন কুয়াশাকে দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।

মুগলা প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িক জানান, হেলিকপ্টারটি উড্ডয়নের সময় একটি হাসপাতালের চতুর্থ তলায় আঘাত করে এবং মাটিতে পড়ে যায়। এতে দুই পাইলট, একজন চিকিৎসক ও হেলিকপ্টারের একজন কর্মী মারা যান।

এ ছাড়া তীব্র কুয়াশা ছিল উল্লেখ করে আকবিয়িক বলেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

এদিকে টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত ছবিতে দেখা যায়, হেলিকপ্টারটি মুগলা শহরের হাসপাতালের ছাদ থেকে উড্ডয়ন করে অ্যান্টালিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ওই সময় দুর্বল দৃশ্যমানতা ছিল।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের কয়েক মিনিট পর হেলিকপ্টারটি কুয়াশার মধ্যে ভেসে গিয়ে হাসপাতালের পাশে খালি একটি মাঠে আছড়ে পড়ে।

এ দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইস্পারতা প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ মহড়ায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয় সেনা সদস্য নিহত হন। সেই সময় দুর্ঘটনাটির কারণ নির্ধারণ করা যায়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে