সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৭:২০

ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিলেন পানামার প্রেসিডেন্ট

ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিলেন পানামার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট পানামা খাল পুনরায় দখলের হুমকি দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। মধ্য আমেরিকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ওই জলপথটির ওপর নিজেদের সার্বভৌমত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

এতে বলা হয়, এক্সের এক পোস্টে মুলিনোর একটি রেকর্ড করা বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, পানামা খাল এবং এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা পানামার অন্তর্গত এবং তা পানামারই থাকবে। ট্রাম্পের ওই বক্তব্য পানামার সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পরিপন্থি বলে উল্লেখ করেছেন তিনি। 

যদিও ট্রাম্পের নাম উল্লেখ না করেই প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন মুলিনো। তার এই মন্তব্যের একদিন আগে পানামা খাল নিয়ে মন্তব্য করেছিলেন ডনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছিলেন, আমাদের নৌ এবং বাণিজ্য জাহাজের সঙ্গে অন্যায্য এবং অবিচারমূলক আচরণ করা হয়েছে। 

পানামা যে ফি আদায় করছে তা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া পানামা খালকে কেন্দ্র করে চীনের প্রভাব বাড়ছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। 

তিনি বলেছেন,  খালটির নিয়ন্ত্রণ কেবল পানামার হাতেই থাকবে, চীন বা অন্য কারো হাতে নয়। যুক্তরাষ্ট্র কখনও পানামা খালের নিয়ন্ত্রণ ভুল হাতে যেতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে