আন্তর্জাতিক ডেস্ক : স্বামী ২৮ বছর ধরে বিদিশে। তাই স্ত্রী অসহ্য হয়ে বিচ্ছেদ চেয়েছেন দ্বিতীয় বিয়ে করবেন বলে। সম্প্রতি এমন আবেদন করে এই স্ত্রী আদালতের দ্বারস্থ হয়েছেন, বিচ্ছেদ চেয়েছেন স্বামীর কাছ থেকে।
কিন্তু আদালত এই নারীর করুণ আর্তনাদের টলেনি। বরং এ ঘটনাকে আদাল ‘নিষ্ঠুর কর্মকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন। এমন রায় দিয়েছেন দিল্লির হাইকোর্ট।
জানা গেছে, ১৯৮৭ সাল থেকে ৪ বছরের কন্যা ও স্ত্রীকে ভারতে রেখে যুক্তরাষ্ট্রে বসবাস করতে শুরু করেন ওই স্বামী। এই দূরত্বে অতিষ্ঠ হয়ে ১৯৯০ সালে স্ত্রী তার স্বামীকে চিঠিতে লেখেন, তিনি বিচ্ছেদ চান ও এক পুরনো বন্ধুর সঙ্গে ঘর বাঁধতে চান যিনি তাদের কন্যাসন্তানকেও গ্রহণ করতে ইচ্ছুক।
এ নিয়ে ১৯৯৫ সালে আদালতে মামলা হয়। সে সময় স্ত্রী জানান, তিনি তার স্বামীর সঙ্গ পেতে ব্যাকুল। বিরহ সহ্য করতে না পেরে মিথ্যা করে বিচ্ছেদের কথা লিখেছিলেন চিঠিতে।
তবে আদালত তার এই যুক্তি গ্রহণ করেনি। আদালতের রায়ে বলা হয়, যে ব্যক্তি ২৮ বছর ধরে স্ত্রী সন্তানকে দেশে রেখে বিদেশে বসবাস করছেন, তার জন্য ওই চিঠি অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। মানসিক যন্ত্রণা দিতে সক্ষম এ ধরনের চিঠি লেখা নিষ্ঠুর কর্মকাণ্ডের মধ্যে পড়ে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন