মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০৮:০৬

ভেঙ্গে পড়ল সেতু, ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

ভেঙ্গে পড়ল সেতু, ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলীয় দুটি রাজ্যে সংযোগকারী একটি সেতু ধসে তিন জন নিহত ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ। 

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি রবিবার বিকেলে ঘটেছে। 

মারানহাও এবং টোকান্টিনস প্রদেশের সংযোগকারী ‘জুসেলিনো কুবিটশেক দে অলিভেরা’ সেতু দিয়ে রবিবার বিকেলে কয়েকটি গাড়ি পার হওয়ার সময় হঠাৎ সেতুটির একাংশ টোকান্টিনস নদীতে ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ার সময় তিনটি ট্রাক, বেশ কয়েকটি মোটরসাইকেল এবং অন্তত দুটি গাড়ি ছিল। সেতুটি টোকান্টিনস নদীর যে অংশে ভেঙে পড়ে, সেখানে পানির গভীরতা ৫০ মিটার।

কর্তৃপক্ষ ২৫ বছর বয়সী একজন নারী এবং ৪২ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে তৃতীয় ভুক্তভোগীর পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজ ১৫ জনের সন্ধানে অভিযান চলছে।

মারানহাও রাজ্যের এস্ট্রিটো শহরকে টোকান্টিনস রাজ্যের আগুয়ারনোপোলিসের সঙ্গে সংযুক্তকারী ৫৩৩ মিটারের দীর্ঘ সেতুটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে। এটি রাজধানী ব্রাসিলিয়া থেকে ১,৩০০ কিলোমিটার (৮০০ মাইল) উত্তরে অবস্থিত।

ব্রাজিলের পরিবহনমন্ত্রী রেনান ফিলহো অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণের জন্য ১০০ মিলিয়ন রিয়াস (প্রায় ১৬.২ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ ঘোষণা করেছেন। মন্ত্রী বলেন, ধসের কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে