আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। মূলত কাঠমাণ্ডু সহ পশ্চিম ও মধ্য নেপালে এই কম্পন অনুভূত হয়। রবিবার গভীর রাতে ভূমিকম্পটি হওয়ায় সকলে খুব বেশি টের পায়নি স্থানিয় লোজন। যদিও ভূমিকম্পের মাত্রা খুব একটা কম ছিল না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর ২৫ এপ্রিল নেপালে জোরালো ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৯ হাজারেরও বেশি মানুষের।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই