আন্তার্জাতিক ডেস্ক : কানাডার একই পরিবারের চারজনসহ মোট পাঁচ যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার আকাশ উড়ছিল ঠিকঠাক মতই। কিন্তু মাঝ আকাশে দেখা দিল বিপত্তি। যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে কপ্টারটির পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে রেডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন তিনি বিপদে পড়েছেন।
ওই বর্তায় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে জানিয়েছিলেন হেরিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এমন বার্তা দেয়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশ থেকে নিচে আছড়ে পড়ে উড়ন্ত হেলিকপ্টারটি। তবে পানিতে পড়ায় বড় রকমের ক্ষতির হাত থেকে বেঁচে যায় যাত্রীরা।
জানা গেছে কপ্টারের প্রত্যেকেই প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন এক কিশোর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ গুরুতর। এদিকে হেলিকপ্টারটি আকাশ থেকে পানিতে আছড়ে পড়ার সময়কার দৃশ্যটি এক প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করে রেখেছেন। যা এখন ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন