এক্সক্লুসিভ ডেস্ক : কম্বোডিয়ায় একটি টয়লেট নিয়ে চলছে তুমুল বিতর্ক। দরিদ্র এই দেশটির একটি প্রদেশ সফরে আসছেন থাই রাজকন্যা মাহা ছাকরি সিরিনধর্ন। অর তার জন্য তৈরি করা টয়লেট নিয়েই চলছে নানা বিতর্ক।
জানা গেছে রাজকন্যার জন্য ৪০ হাজার মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকা ব্যয় করে একটি লেকের পাড় নির্মাণ করা হয়েছে একটি শীততাপ নিয়ন্ত্রিত টয়লেট। আর এ নিয়েই সে দেশটি জুড়ে এখন চলছে তুমুল বিতর্ক।
জানা গেছে, বিলাসবহুল এই টয়লেটটি তৈরি করা হয়েছে কম্বোডিয়ার রাতানাক্কিরি প্রদেশের সুরক্ষিত ইয়াক লাওম লেকের পাড়ে। থাইল্যান্ডের রাজকন্যা মাহা ছাকরি সিরিনধর্ন তার ৩ দিনের সফরকালে এখানে বিশ্রাম নেবেন। আভ্যন্তরীণ টয়লেটসহ ৮ মিটার দীর্ঘ এই চারকোনা প্রমোদভবন তৈরিতে থাই নির্মাণ প্রতিষ্ঠান এসসিজির ১৯ দিন সময় লেগেছিল।
মজার বিষয় হচ্ছে, থাই রাজকন্যা তার ৩ দিনের সফরের মধ্যে মাত্র একদিন এখানে কাটাবেন। তিনি চলে যাওয়ার সাথে সাথেই এই টয়লেট ভবন ভেঙ্গে ফেলা হবে। স্থানীয় সংবাদপত্র খেমার টাইমসের মতে, টয়লেট তৈরির সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছিল থাইল্যান্ড থেকে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন