সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪২:২২

সালমান রুশদিকে হত্যা করলে পুরস্কার ৫ কোটি!

সালমান রুশদিকে হত্যা করলে পুরস্কার ৫ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয়-ব্রিটিশ লেখক সালমান রুশদিকে হত্যা করার জন্য পুরস্কার মূল্যে বাড়ানোর কথা ঘোষণা করল ইরানের স্টেট মিডিয়া। ১৯৮৯ সাল থেকেই তাকে খুন করার জন্য এই পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। সময়ের সঙ্গে তা বেড়ে এখন দাড়িয়েছে ৬ লক্ষ মার্কিন ডলারে। বাংলাদেশের হিসেবে (১ ডলার সমান ৭৮.৮৫ টাকা হারে) ৪৭৩,১১,১৩৫ টাকা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

প্রথম এই ফতোয়া ঘোষণা করেন ইরানের তত্‍কালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেইনি। রুশদির লেখা উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্স' মুক্তি পাওয়ার পরেই রুশদিকে হত্যা করার ফতোয়া জারি করেন আয়াতুল্লাহ। ইসলামকে নিন্দা করা এবং কলুশিত করার জন্য ১৫ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে তিনি এই ফতোয়া জারি করেছিলেন। সঙ্গে তার মাথার ওপর বড় মূল্যও ঘোষণা করা হয়।

শুধুমাত্র রুশদি নন, এই বইটি ছাপা এবং অনুবাদের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের প্রত্যেককে হত্যার ফতোয়া জারি হয়। এর পর থেকে বইটির সঙ্গে জড়িত একের পর এক ব্যক্তিদের ওপর হামলা হয়েছে। জাপানি ভাষায় বইটি অনুবাদক হিতোশি ইগারাশি-কে তার অউিসের বাইরে কুপিয়ে খুন করা হয়। ইতালীয় অনুবাদক ইতোরে ক্যাপ্রিওলো-কে মিলানের বাড়িতে খুনের চেষ্টা করা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

নরওয়ে-তে উপন্যাসের প্রকাশককে তিন তিন বার গুলি করে হত্যা করা হয়। তবে রুশদি ব্রিটিশ পুলিশের ঘেরাটোপে সুরক্ষিত থাকায় তাকে হামলা করা যায়নি। দীর্ঘ দিন তিনি অজ্ঞাতবাসেও জীবন কাটিয়েছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট মহম্মদ খাতামি ১৯৯৮ সালে যদিও জানিয়েছিলেন এই ফতোয়া তুলে নেয়া হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তিনি করেননি।  এবং এই বিষয়টিযে তোলা হয়নি, তা সাম্প্রতিক ঘোষণাই বলে দিচ্ছে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে