আন্তর্জাতিক ডেস্ক : ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের পরিধি বাড়িয়ে দুটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটি Vivo Y37 5G এবং Vivo Y37m 5G নামে চীনে পেশ করা হয়েছে। এই ফোনদুটি লো বাজেট সেগমেন্টে MediaTek Dimensity 6300 চিপসেট সহ পেশ করা হয়েছে। Vivo Y37 এবং Y37m ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y37 ফোনের দাম
4GB RAM + 128GB Storage – 1199 yuan (প্রায় 13,790 টাকা)
6GB RAM + 128GB Storage – 1499 yuan (প্রায় 17,250 টাকা)
8GB RAM + 128GB Storage – 1799 yuan (প্রায় 20,690 টাকা)
8GB RAM + 256GB Storage – 1999 yuan (প্রায় 22,990 টাকা)
12GB RAM + 256GB Storage – 2099 yuan (প্রায় 24,150 টাকা)
Vivo Y37m ফোনের দাম
4GB RAM + 128GB Storage – 999 yuan (প্রায় 11,490 টাকা)
6GB RAM + 128GB Storage – 1499 yuan (প্রায় 17,250 টাকা)
8GB RAM + 256GB Storage – 1999 yuan (প্রায় 22,990 টাকা)
চীনে Vivo Y37 এবং Y37m ফোনদুটি Distant green mountains, Lingguang Purple এবং Moon Shadow Black কালার অপশনে পেশ করা হয়েছে। এই দুটি ফোন ভারতে লঞ্চ হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Vivo Y37 এবং Y37m ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই দুটি ফোনেই 20.15:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: Vivo Y37 এবং Y37m ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: এই দুটি ফোনে Memory fusion টেকনোলজি দেওয়া হয়েছে, যার সাহায্যে এই ফোনে ফিজিক্যাল RAM এর সঙ্গে ভার্চুয়াল RAM যোগ করা যায়। Vivo Y37m ফোনে 8GB RAM এবং Vivo Y37 ফোনে 12GB RAM যোগ করা হয়েছে। উভয় ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনদুটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ফ্লিকার ইন্টারফেয়ারেন্স কমানোর জন্য সেকেন্ডারি অ্যান্টি স্ট্রোব সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y37 এবং Vivo Y37m উভয় ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
ওএস: Vivo Y37 5G বং Vivo Y37m 5G ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং OriginOS 14 সহ পেশ করা হয়েছে।
অন্যান্য: উভয় ফোন ডুয়েল 5জি সিম সাপোর্ট করে। এতে 3.5 মিমি অডিও জ্যাক, ওটিজি, ব্লুটুথ, ওয়াইফাই ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।