সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৬:৩০

২০২৪ সালের সেরা স্মার্টফোন কোনটি? তাহলে জানুন

২০২৪ সালের সেরা স্মার্টফোন কোনটি? তাহলে জানুন

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালবেলার মেসেজ পাঠানো থেকে শুরু করে দুপুরের বিরতিতে কনটেন্ট দেখা—সবকিছুতেই এর উপস্থিতি। তবে এত গুরুত্বপূর্ণ ডিভাইসের সঙ্গে থাকে ক্ষতির শঙ্কাও।

ভাবুন, আপনার প্রিয় ফোনটি হঠাৎ হাত ফসকে পড়ে গেল শক্ত মাটিতে বা বৃষ্টির পানিতে ভিজে গেল। অধিকাংশ ফোন এমন পরিস্থিতিতে আরআগের অবস্থায় ফেরত আসে না। কিন্তু, পারফরম্যান্সের ক্ষেত্রে সবাই চায় সেরাটা। ২০২৪ সালে কোন ফোনটি সত্যিই সবার থেকে আলাদা?

চলুন ২০ হাজার-২৫ হাজার টাকার মধ্যে ২০২৪ সালের সেরা পারফর্মিং স্মার্টফোনগুলোর দিকে এক নজর দেওয়া যাক। প্রতিটি ফোনে ভিন্ন ভিন্ন ফিচার থাকলেও, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এগিয়ে থাকা ফোনগুলো সত্যিই নজর কাড়বে।

রিয়েলমি সি৭৫: কোয়ালিটি ও সার্বিকপারফরম্যান্সে সেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে রয়েছে উন্নতমানের ফিচার এবং অসাধারণ টেকসই গঠন, যা এটিকে সেগমেন্টের সেরা মানের স্মার্টফোন হিসেবে স্বতন্ত্র্য করে তুলেছে। যারা গুণগত মানকে প্রাধান্য দেন, তাদের জন্য রিয়েলমি সি৭৫ হতে পারে এই দামে সেরা পছন্দ।

পানি বা ধুলোর মতো বাইরের চ্যালেঞ্জ, অতিরিক্ত তাপমাত্রা, এমনকি পানির প্রবল চাপ—এসবই একটি স্মার্টফোনের কার্যক্ষমতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তাই এই দামে সেরা ফোন বেছে নিতে চাই সেরা দীর্ঘস্থায়িত্বের মান। রিয়েলমি সি৭৫-এ রয়েছে এই কাঙ্ক্ষিত সুরক্ষা, যার প্রমাণ আইপি৬৯ সার্টিফিকেশন। এটি শক্ত মেঝে থেকে শুরু করে শক্তিশালী পানির বিরুদ্ধে দেয় সর্বোচ্চ সুরক্ষা। আইপি৬৯ রেটিংপ্রাপ্ত ডিভাইস এমন পরিবেশেও কাজ করতে সক্ষম যেখানে পানি ও ধুলার উপস্থিতি অনেক বেশি থাকে।

এই তালিকার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে রিয়েলমি সি৭৫। এই দামে এটি একমাত্র স্মার্টফোন, যা আইপি৬৯ রেটিং নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদের অসাধারণ টেকসই সেবা দিতে তৈরি করা হয়েছে।

আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ সুরক্ষার সমন্বয়ে এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ), যা অ্যাডভেঞ্চারপ্রেমী এবং রোমাঞ্চপ্রিয়দের জন্য নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ফিচার। রিয়েলমি সি৭৫ -২০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম তাপমাত্রায়ও পারফর্ম করার জন্য তৈরি। এর পাশাপাশি, আর্মরশেল গ্লাস প্রতিদিনের ব্যবহার থেকে সৃষ্ট ক্ষতি থেকে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।

অপো এ৬০: ফটোগ্রাফির দক্ষতায় অনন্য
অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে অপো এ৬০ নিজেকে এই সেগমেন্টের ফটো এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার ডুয়াল ক্যামেরা দিয়ে এটি অত্যন্ত চমৎকার হাই-রেজ্যুলেশনের ছবি তুলতে পারে। বিশেষ করে, পোর্ট্রেট মোডে দুটি ক্যামেরা একসাথে কাজ করে এমন এক ইফেক্ট তৈরি করে, যা একজন প্রফেশনাল পোর্ট্রেট ক্যামেরার মতো। এছাড়াও, ছবির চরিত্রগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে, যেখানে ব্যাকগ্রাউন্ডে থাকে আবেশময়, স্বপ্নীল পরিবেশ।

ইনফিনিক্স হট ৫০ প্রো: দৃষ্টিনন্দন ডিজাইন
যারা চমকপ্রদ ডিজাইনের ডিভাইস খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্স হট ৫০ প্রো নজর কাড়ার মতো। এর আধুনিক, স্লিম ডিজাইন ডিভাইসটিকে করে তোলে দৃষ্টিনন্দন। প্রিমিয়াম ফিনিশ আর দুর্দান্ত আরামদায়ক গঠনের সংমিশ্রণে এই ফোনটি দেয় দারুণ অনুভূতি। শুধু দেখতে সুন্দর নয়, এর পাতলা ডিজাইনও কার্যক্ষমতায় দারুণ। বিভিন্ন আকর্ষণীয় রঙে সহজলভ্য এই ফোনটি দেখতে সত্যিই মনোমুগ্ধকর, আর ক্যামেরার আইকনিক লুক যোগ করেছে অতিরিক্ত সৌন্দর্য্য।

শাওমি রেডমি নোট ১৩ ৪জি: ডিসপ্লের শ্রেষ্ঠত্ব
অসাধারণ স্বচ্ছতা, প্রাণবন্ত রঙ এবং গভীর কনট্রাস্ট—সবকিছু মিলিয়ে রেডমি নোট ১৩ ৪জি-এর সুন্দর অ্যামোলেড ডিসপ্লেকে করে তুলেছে অসাধারণ। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে স্ক্রলিং এবং অ্যানিমেশন হয় আরও মসৃণ, যা দেয় একটি নিরবচ্ছিন্ন দেখার অভিজ্ঞতা। যখন এত এত দারুণ ফিচার একসঙ্গে কাজ করে, তখন এই মানের ডিসপ্লে সহজেই তার ক্যাটাগরির চ্যাম্পিয়ন হয়ে ওঠে।

ভিভো ওয়াই২৮ (৮/১২৮জিবি): ব্যাটারি লাইফে সেরা
ভিভো ওয়াই২৮ (৮/১২৮জিবি) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সুবিধা। মাত্র ৫ মিনিটের চার্জেই ফেসবুকে টানা ২ ঘণ্টা ব্যবহার সম্ভব, যা এক কথায় অভাবনীয়। ফলে ব্যবহারকারীরা ডিভাইসের ফিচার উপভোগ করতেই বেশি সময় ব্যয় করতে পারবেন, চার্জিংয়ে নয়। এমন অসাধারণ ব্যাটারি সক্ষমতার কারণে যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি চান, তাদের জন্য ভিভো ওয়াই২৮ সেরা পছন্দ হয়ে উঠেছে।

টেকনো স্পার্ক ৩০ প্রো: গেমিংয়ের জন্য সেরা
টেকনো স্পার্ক ৩০ প্রো গেমিংয়ের জন্য যেন এক আদর্শ সঙ্গী। এর হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরও মসৃণ, আর শক্তিশালী প্রসেসর যোগ করে অসাধারণ পারফরম্যান্সের মাত্রা। ডিভাইসটি সহজেই ল্যাগ কমিয়ে গেমপ্লেতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। মাল্টিপ্লেয়ার যুদ্ধ হোক বা গ্রাফিক্যালি চ্যালেঞ্জিং গেম— টেকনো স্পার্ক ৩০ প্রো অনায়াসে এগুলো সামলাতে পারে, যেন তার জন্য কোনো চাপই নয়। গেমিং ফোনের সেগমেন্টে এটি সহজেই শীর্ষ স্থান অধিকার করেছে।

শেষ কথা, যারা ২০-২৫ হাজার টাকার মধ্যে সেরা ফিচারের একটি স্মার্টফোন খুঁজছেন, রিয়েলমি সি৭৫ তাদের জন্য হতে পারে আদর্শ পছন্দ। এতে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রটেকশন স্ট্যান্ডার্ড, চমকপ্রদ ডিসপ্লে, উন্নত চার্জিং প্রযুক্তি, এবং এমন ক্যামেরা যা সহজেই সেগমেন্টের অন্য প্রতিযোগীদের টেক্কা দিতে সক্ষম। মাত্র ১৯,৯৯৯ টাকা দামে এটি ব্যবহারকারীদের জন্য দিচ্ছে দ্রুতগতির অভিজ্ঞতা এবং আরামদায়ক ব্যবহার, সবই একটি কমপ্যাক্ট প্যাকেজে। মধ্যম বাজেটে স্মার্টফোন নিতে চাইলে এই অসাধারণ ডিভাইসটি একদমই মিস করবেন না!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে