আন্তর্জাতিক ডেস্ক : বিমানে সহযাত্রীর ওপর প্রস্রাব করার অভিযোগে এক ব্যক্তিকে ফ্লাইট থেকে নিষিদ্ধ করেছে ইউনাইটেড এয়ারলাইনস। গত মাসে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর (এসএফও) থেকে ফিলিপাইনের ম্যানিলা যাওয়ার পথে ইউএ ফ্লাইট ১৮৯-এ এই ঘটনা ঘটে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ফ্লাইটে চার ঘণ্টা অতিবাহিত হওয়ার পর নিজের আসন ছেড়ে উঠে গিয়ে বিজনেস ক্লাসে ঘুমিয়ে থাকা জেরোম গুতিয়েরেজ নামের এক যাত্রীর ওপর প্রস্রাব করেন।
গুতিয়েরেজের সৎমেয়ে নিকোল কর্নেল নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘তিনি (গুতিয়েরেজ) ঘুমন্ত অবস্থায় সিটবেল্টে বাঁধা ছিলেন।
হঠাৎ উঠে দেখেন একজন লোক তার দিকে প্রস্রাব করছেন। প্রথমে তিনি এটিকে স্বপ্ন ভেবেছিলেন।’
লোকটি প্রস্রাব শেষ করার পর গুতিয়েরেজ বুঝতে পারেন যে তার পেট থেকে পা পর্যন্ত অন্যের প্রস্রাবে ভিজে গেছে। কর্নেলের ভাষ্য মতে, ফ্লাইট অ্যাটেনডেন্টরা গুতিয়েরেজকে ওই ব্যক্তির কাছে না যেতে বলেছিলেন। কারণ এতে পরিস্থিতি খারাপ হতে পারত।
তিনি আরো বলেন, ‘তারা বিমান সংস্থার প্রয়োজনকে আমার সৎবাবার স্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইউনাইটেড এয়ারলাইনসের এমন ব্যবহারে আমি হতবাক। স্বাস্থ্যঝুঁকির কারণে এই সমস্যাটি সমাধানের জন্য ফ্লাইটটির ফিরে যাওয়া উচিত ছিল।
অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইনস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ওই ফ্লাইটে ‘যাত্রীর কারণে অশান্তি’ হয়েছিল এবং অভিযুক্তকে নিষিদ্ধ করা হয়েছে। বিমান সংস্থাটি আরো বলেছে, ‘২৮ ডিসেম্বর ম্যানিলায় পৌঁছনোর পর যাত্রীদের বিরোধ মেটাতে আমরা পুলিশ ডেকেছিলাম। আমরা ওই যাত্রীকে নিষিদ্ধ করেছি।’
এর আগে ফ্লাইটে এ ধরনের ঘটনা আরো ঘটেছে। গত বছরের এপ্রিলে নিউ ইয়র্ক থেকে দিল্লি যাওয়ার পথে এক ভারতীয় ব্যক্তি আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে এক সহযাত্রীর ওপর প্রস্রাব করেন।
বিমানকর্মীরা তাকে মদ্যপ অবস্থায় শনাক্ত করেন। এ ছাড়া ২০২২ সালের নভেম্বরেও এক মদ্যপ ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক বৃদ্ধার ওপর প্রস্রাব করেছিলেন। ঘটনাটি কয়েক মাস পর প্রকাশিত হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং এয়ার ইন্ডিয়া তাকে ৩০ দিনের জন্য ফ্লাইটে নিষিদ্ধ করে।
সূত্র : এনডিটিভি