শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:২৩:৫৫

এক সংকল্পের কারণে গোসল করেন না ৩২ বছর ধরে!

এক সংকল্পের কারণে গোসল করেন না ৩২ বছর ধরে!

আন্তর্জাতিক ডেস্ক : গোসল না করে ৩২ বছর! ভারতের এক সাধক করেছেন এমন রেকর্ড। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরি মহারাজ। ভক্তদের কাছে যার পরিচয় ছোটুবাবা। তবে নিজে গোসল না করলেও ভক্তদের পূণ্যস্নানে উৎসাহিত করছেন তিনি।

জানা গেছে, ভারতে তিন নদীর মোহনায় মহা আড়ম্বরে শুরু হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা। সনাতন ধর্মবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই আয়োজনে যোগ দিতে এরইমধ্যে হাজির হতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। 

আর সেখানেই হাজির হয়েছেন আসামের কামাখ্যা পীঠের ৫৭ বছর বয়সী গঙ্গাপুরি মহারাজ। মহাকুম্ভ মেলা শুরুর আগেই নজর কেড়েছেন তিনি। ৩ ফুট আট ইঞ্চি উচ্চতার এই সাধক তিন দশকের বেশি সময় ধরে গোসল করেন না তিনি। কিন্তু কেন? নিজেই জানিয়েছেন, কোনো এক সংকল্পের কারণেই এতো বছর শরীরে পানি স্পর্শ করেননি।

প্রয়াগরাজে পুরো সময় ভক্তরা ঘিরে রাখছেন ছোটুবাবাকে। তাকে নিয়ে কৌতূহলও কম নয় তীর্থযাত্রীদের মাঝে। নিজে ৩২ বছর গোসল না করলেও ভক্তদের অবশ্য সে পথে না হাঁটার পরামর্শই দিয়েছেন।

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর তীরে প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে ১২ বছর পর পর আয়োজিত হয় সনাতন ধর্মাবলম্বী আধ্যাত্মিক সাধকদের সবচেয়ে বড় এ মিলনমেলা। এতে সারা বিশ্ব থেকে জড়ো হয় কোটি কোটি তীর্থযাত্রী-পর্যটক। আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি প্রায় দেড় মাস ধরে চলবে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত এই মহাকুম্ভ মেলা।

ধারণা করা হচ্ছে, এবার মেলায় সমাগম হবে ৪৫ কোটি মানুষের। বিপুল সংখ্যক মানুষের থাকার জন্য তাঁবুসহ রয়েছে ২শ বিলাসবহুল কটেজের ব্যবস্থাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে