রবিবার, ০৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৬:২৭

১০ দিনের বেতনসহ ছুটি বিয়ে করলেই, মিলবে সহজ কিস্তিতে ঋণ

১০ দিনের বেতনসহ ছুটি বিয়ে করলেই, মিলবে সহজ কিস্তিতে ঋণ

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে এবার বিয়েবান্ধব ‘শেখা হিন্দ বিনতে মাকতুম ফ্যামিলি প্রোগ্রাম’ চালু করা হয়েছে। উপসাগরীয় ধনী দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের স্ত্রী শেখা হিন্দ বিনতে মাকতুম বিন জুমা আল মাকতুম এই বিশেষ উদ্যোগ নেন।

এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দুবাইয়ে পরিবারের সংখ্যা বাড়ানো এবং নতুন সংসারের স্থিতিশীলতা এবং কল্যাণ নিশ্চিতে সহায়তা করা। এটি আর্থিক, সামাজিক এবং শিক্ষাগত সহায়তার মাধ্যমে সামাজিক মূল্যবোধকে শক্তিশালী করার পাশাপাশি কর্মজীবন এবং পরিবারের ভারসাম্য রক্ষায় নেয়া একটি উদ্যোগ। এটি প্রমাণ করে আমিরাতের পরিবারগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শেখা হিন্দ বিনতে মাকতুম বিন জুমা আল মাকতুমের আন্তরিকতা।

একটি সংহতিপূর্ণ ও সুখী সমাজ গঠনের লক্ষ্য নিয়ে শেখা হিন্দ বিনতে মাকতুম বলেন, ‘শক্তিশালী এবং শান্তিপূর্ণ পরিবার সন্তান পালনসহ উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার মূল চাবিকাঠি। আমরা প্রতিটি এমিরাতি পরিবারের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাদের স্থায়ী সুখ ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার সক্ষমতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। যেন তারা একটি উজ্জ্বল আগামী গড়তে পারেন।’ খবর গালফ নিউজের।

ব্যাপক সহায়তা প্যাকেজ: ‘শেখা হিন্দ বিনতে মাকতুম ফ্যামিলি প্রোগ্রাম’-এ এমিরাতি পরিবারগুলোর জন্য একটি সমন্বিত সহায়তা প্যাকেজ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বিবাহ সহায়তা, বাসস্থান সহায়তা, নমনীয় কর্মনীতিসহ সামাজিক, আর্থিক এবং বাসস্থানের সচেতনতা ও শিক্ষা কর্মসূচি।

এই প্রোগ্রামটি ‘দুবাই সোশ্যাল এজেন্ডা ৩৩’ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ, যার লক্ষ্য হল সুখী, সংযুক্ত এবং মূল্যবোধ-নির্ভর পরিবার তৈরিতে সহায়তা করা। সেই সঙ্গে ২০৩৩ সালের মধ্যে দুবাইয়ে এমিরাতি পরিবারের সংখ্যা দ্বিগুণ করা।

কর্মসূচির প্রথম পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নমনীয় শর্তে কাজের সুবিধা। দুবাই সরকারের মানবসম্পদ বিভাগের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সরকারী খাতে কর্মীদের জন্য ১০ দিনের বেতনসহ বিয়ের ছুটি। মাতৃত্বকালীন ছুটির পর প্রথম বছরে নতুন মায়েদের জন্য প্রতি শুক্রবার ‘রিমোট ওয়ার্ক’ অপশন।

আবাসন খাতের ঋণের বিপরীতে সহনীয় কিস্তি সুবিধা। ২০২৪ সালের জানুয়ারিতে চালু দুবাই ওয়েডিংস প্রোগ্রাম মূল বিবাহ অনুষ্ঠানের সার্বিক খরচ বহন করে এবং বিনামূল্যে অনুষ্ঠানের হল বা কমিউনিটি সেন্টার চালু করে। স্বামী-স্ত্রী উভয়ের জন্য আর্থিক সহায়তা এবং ‘ইসাদ’ কার্ডের মাধ্যমে কেনাকাটায় বিশেষ ছাড়।

২০২৪ সালের মধ্যে এই কর্মসূচির আ্ওতায় ৩৪৪টি বিয়ের অনুষ্ঠান পরিচালনা করা হয়। ২০২৪ সালের শেষ নাগাদ দুবাইয়ে এমিরাতি বিয়ের সংখ্যা ২৮ দশমিক ৩ শতাংশ যা ২০২৩ সালের তুলনায় ১০ শতাংশ বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে