সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৯:৪৫

দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা!

দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে সোমবার ভাড়া বাসা থেকে এক সফটওয়্যার পরামর্শক, তার স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য হত্যাকাণ্ড ও আত্মহত্যা হিসেবে তদন্ত করছে।

মৃতরা হলেন অনুপ কুমার (৩৮) ও তার স্ত্রী রাখী (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে অনুপ্রিয়া ও দুই বছর বয়সী ছেলে প্রিয়াংশ। পরিবারটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা, তবে অনুপের চাকরির সুবাদে বেঙ্গালুরুতে বসবাস করছিল।

বাড়ির গৃহকর্মী এদিন সকালে কাজ করতে এসে বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে দম্পতি ও তাদের দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, অনুপ ও রাখী প্রথমে তাদের সন্তানদের বিষ প্রয়োগে হত্যা করেন। এরপর তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অনুপ ও রাখী দম্পতি সম্ভবত মানসিক চাপের মধ্যে ছিলেন, যা তাদের বড় মেয়ে অনুপ্রিয়ার শারীরিক অবস্থার কারণে হতে পারে। গৃহকর্মীর বিবৃতি অনুসারে, বিশেষ চাহিদাসম্পন্ন অনুপ্রিয়ার জন্য মা-বাবাকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত দেখা যেত।  

অন্যদিকে গৃহকর্মীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, দম্পতি খুবই আনন্দিত ছিলেন এবং পুদুচেরিতে ভ্রমণের পরিকল্পনাও করেছিলেন। রবিবারই তারা ভ্রমণের জন্য ব্যাগ গোছানো শেষ করেন।

এ ছাড়া পরিবারটিতে তিনজন কর্মচারী ছিলেন, যাদের মধ্যে দুজন রান্নার কাজ করতেন এবং একজন শিশুদের দেখাশোনা করতেন। তাদের প্রত্যেকের বেতন ছিল মাসিক ১৫ হাজার রুপি।  

এদিকে ঘটনাস্থলে এখনো কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ একটি মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে