আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় সকাল ৯টায় এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। মাটির ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়।
কাঠমান্ডুর জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুসারে, ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে ৬ দিশমিক ৯ মাত্রায়। রয়টার্স চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এ ভূমিকম্পের পর প্রায় ৪০টি আফটার শক হয়। প্রথম আফটার শক হয় ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার, ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৮টা ৩৪ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার আফটার শক হয়।
এরপরে আরও অনেকগুলি আফটার শক হয়। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে মাটি থেকে ১০কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।