বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৮:২৮

এক লাখ ১৫ হাজার টাকা মিলবে সন্তান জন্ম দিলেই!

এক লাখ ১৫ হাজার টাকা মিলবে সন্তান জন্ম দিলেই!

আন্তর্জাতিক ডেস্ক : জন্মহার বৃদ্ধির জন্য নতুন ব্যবস্থা চালু করেছে রাশিয়া। তরুণীদের সন্তান নিতে উৎসাহিত করার জন্য ২৫ বছরের কম বয়সি নারী শিক্ষার্থীদের ১ রাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ১৫ হাজার টাকা) দেবে রুশ কর্তৃপক্ষ। 

দ্য মস্কো টাইমসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

তবে এর জন্য বেশ কিছু শর্তও বেধে দিয়েছে কর্তৃপক্ষ।  এই অর্থ পেতে হলে আবেদনকারীদের অবশ্যই স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের পূর্ণকালীন ছাত্রী, ২৫ বছরের কম বয়সী এবং  কারেলিয়ার বাসিন্দা হতে হবে।

এছাড়াও স্পষ্টভাবে বলা হয়েছে, মৃত শিশুর জন্মদানকারী মায়েরা এ অর্থ পাবেন না।  তবে, হঠাৎ শিশু মৃত্যু সিন্ড্রোমের কারণে শিশুটি মারা গেলে অর্থ দেওয়া বাতিল করা হবে কি না-তা এখনও স্পষ্ট নয়। এছাড়া নীতিমালায় এটাও বলা হয়নি যে,প্রতিবন্ধী শিশুদের জন্মদানকারী তরুণী মায়েদের এ অর্থ দেওয়া হবে কি না। 

রাশিয়ার জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।   ২০২৪ সালের প্রথমার্ধে মাত্র ৫ লাখ ৯৯ হাজার ৬০০ শিশুর জন্ম হয়েছে।  এটি গত  ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন শিশু জন্মের সংখ্যা আর ২০২৩ সালের র তুলনায় ১৬ হাজার।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ২০২৪ সালের জুলাই মাসে পরিস্থিতিকে ‘জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার অন্যান্য অঞ্চলও তরুণীদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য একই ধরণের প্রণোদনা বাস্তবায়ন করছে।  মধ্য রাশিয়ার একটি শহর টমস্কেও একই ধরণের কর্মসূচি রয়েছে।  রাশিয়ার কমপক্ষে ১১টি আঞ্চলিক সরকার সন্তান জন্মদানকারী নারী শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে