শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৮:৪৭

যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষণা, ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষণা, ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : শীতকালীন ঝড়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষণা করা করা হয়েছে। এ ছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে অবতরণ করেছে। দেশটির বিমান সংস্থা ও ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের বরাত দিয়ে এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে।

তারা তাদের এক হাজার ১০০ ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে একটি ফ্লাইট আটলান্টা বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি। এ ছাড়া ওয়েবসাইটটি শুক্রবার একাধিক বিমানবন্দরে মোট তিন হাজারেরও বেশি টিকিট বাতিলের রেকর্ড করেছে।

অন্যদিকে ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ ও নর্থ ক্যারোলাইনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। এ দুটি বিমানবন্দরে এক হাজার ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে শীতকালীন ঝড়ের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে পাঁচজন নিহত হয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। হাজারও মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন দিন পার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে