আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে জিহাদিদের হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির এক সরকারি কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান তার এক বিবৃতিতে জানান, ইসলামিক স্টেটের মিত্র সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে চাদ হ্রদের তীরে ডুম্বা গ্রামে বহু কৃষককে জড়ো করে গুলি করে হত্যা করে।
তিনি আরো বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন এবং যারা হামলা থেকে পালিয়েছেন তাদের সন্ধান করে পরিবারের সঙ্গে পুনর্মিলন করার চেষ্টা চলছে।’
উসমান তারের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের ‘ডুম্বা ও চাদ হ্রদ এলাকার অন্যান্য ঘাঁটি থেকে বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করার’ নির্দেশ দিয়েছে।
কমিশনার বলেন, কৃষকরা সেনাবাহিনীর নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে গিয়ে কৃষিকাজ ও মাছ ধরায় ব্যস্ত ছিলেন। সেখানে আইএসডব্লিউএপি ও তাদের প্রতিদ্বন্দ্বী বোকো হারামের সদস্যরা সক্রিয় এবং স্থল মাইন দিয়ে ভরা ও রাতে হামলার জন্য ঝুঁকিপূর্ণ।
নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও চাদ সীমান্তবর্তী চাদ হ্রদ অঞ্চলটি বোকো হারাম ও আইএসডব্লিউএপের জন্য আস্তানা হিসেবে ব্যবহৃত হয়, যেখান থেকে তারা চারটি দেশে হামলা চালিয়ে থাকে।
এএফপির হাতে আসা নাইজেরিয়ার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই হামলায় নিহতের সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।’ প্রতিবেদনে এ হামলাকে আইএসডব্লিউএপি যোদ্ধাদের দায়ী করা হয়েছে।