মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২১:০৭

বৃটিশ যুবতী নিখোঁজ নিয়ে তোলপাড়, সহায়তা কামনা

বৃটিশ যুবতী নিখোঁজ নিয়ে তোলপাড়, সহায়তা কামনা

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নিখোঁজ বৃটিশ যুবতী নিখোঁজ নিয়ে তোলপাড় চলছে। ১৬ই ফেব্রুয়ারি থেকে তার কোন খোঁজ মিলছে না। গ্রেসি টেইলর (২১) নামের এই যুবতীর জন্য সহায়তা কামনা করা হয়েছে।

মেয়ের সন্ধানে সহায়তা চেয়ে অনলাইনে আবেদন করেছেন তার পিতামাতা। তার মা স্যাম টেইলর ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, গ্রেসি টেইলর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল সফরে গিয়েছিল। সেখান থেকে সে ফিরে আসার জন্য সবকিছু গোছগাছ কারছিল। কিন্তু ১৬ই ফেব্রুয়ারি থেকে তার কোন হদিস মিলছে না।

এ বিষয়ে ডরসেট পুলিশে ২১শে ফেব্রুয়ারি তারা একটি নিখোঁজ বিষয়ক রিপোর্ট করেছেন। এরপর দিন গ্রেসি তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।

স্যাম টেইলর বলেছেন, গ্রেসি তার সঙ্গে কথা বলেছিলেন ক্রাবি প্রদেশের আও নাং এলাকা থেকে। গ্রেসি দেশে ফেরার জন্য বিমানের টিকেট বুকিং করেছিলেন। কিন্তু তিনি বিমানে চড়েন নি।

স্যাম টেইলর লিখেছেন, গ্রেসি ছিল অত্যান্ত বিমর্ষ, ভীত সন্ত্রস্ত। বলেছে, তাকে আঘাত করছে লোকজন। তাই মেয়ের সন্ধান চেয়ে তিনি স্থানীয়দের কাছে সহায়তা চেয়েছেন।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে