আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর ছিলেন।
দাল্লু নামের ওই এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করেন। ওই সময় বাড়িটি ঘিরে ফেলে তাতে আগুন দেন তারা। তখন ভেতরে আটকা পড়েন রাজ্যলক্ষ্মী চিত্রকর।
তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
গতকাল সোমবার ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে সহিংস হয়ে পড়েন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন।
এরপর সহিংসতার মাত্রা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা পার্লামেন্টের মূল ভবনে আগুন দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের খুঁজে মারধর করেন। বেশিরভাগ মন্ত্রীর বাড়িই পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে।