বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:২২:৪০

জানেন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

জানেন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৫৩তম স্থানে থাকা দেশটির নাগরিকরা ৯৪টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

সূচকে প্রতিবেশী দেশ ভারত ৮৫তম স্থানে রয়েছে। এরপরে ভুটান ৯০তম ও শ্রীলঙ্কা ৯৬তম স্থানে রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’-এর প্রকাশ করা শক্তিশালী পাসপোর্ট সূচকের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ওয়ান অনলাইন এ তথ্য নিশ্চিত করে।

নিজস্ব পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় হ্যানলি মোট ২২৭টি অবস্থান নির্ধারণ করেছে। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন।

চলতি বছরে প্রকাশিত হ্যানলির এই সূচকে শীর্ষ স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং দ্বিতীয় স্থানে আছে জাপান। এছাড়াও প্রকাশিত এই সূচকের একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান, যার অবস্থান ১০৬তম।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর এই প্রতিষ্ঠানটি র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করেন যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে