আন্তর্জাতিক ডেস্ক : ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি। বিশ্বের অন্যতম গণতন্ত্রভিত্তিক দেশকে রক্ষার দায়িত্ব তার ওপর। প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন ক্রমাগত। কাশ্মীরের বিচ্ছিনতাবাদ হোক কিম্বা পাঠানকোটে জঙ্গি হামলা, সব ক্ষেত্রেই জোর পদক্ষেপ নিয়েছেন। চেয়েছেন ভারতবর্ষকে অখন্ডতার রূপ দিতে। এবার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া হলো ভিডিওর মাধ্যমে।
আইএস বা অন্য কোনও জঙ্গি সংগঠন নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছেন একজন পাকিস্তানি মডেল। শুধু তাই নয়, ”চা বিক্রেতা” মোদী কথা না বলে যেন চুপ করে থাকেন, দেওয়া হয়েছে সেই পরামর্শ।
শুধু তাই নয়, ‘চা বিক্রেতা’ মোদী যেন ‘চাওয়ালার’ মতই থাকেন এবং মানুষকে চা খাওয়ানোর দিকেই মনোনিবেশ করেন, দেওয়া হয়েছে সেই পরামর্শও। এমনকি, পাকিস্তান সব সময় শান্তি প্রিয় দেশ। তারা শান্তি চায়। তাই, শান্ত দেশ পাকিস্তান বা তার নাগরিকদের যাতে উত্যক্ত না করা হয়, কানডিল বালোচ নামে ওই মডেল সেই কথাই বার বার উল্লেখ করেছেন। পাশপাশি, ভিডিওটি লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার একাধিকবার আক্রমণ করা হয়েছে সেখানে।
‘মোদী’জি, আপনার জন্য মেসেজ আছে” বলে বলা শুরু করেন ওই পাক মডেল। আর তারপরই সরাসরি, পাকিস্তান কখনও হিংসায় বিশ্বাস করে না বলে আক্রমণ করা হয়েছে। তারপরই প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে কানডিল-এর কটাক্ষ, ‘ডার্লিং, তুমি মানুষের বাচ্চা হয়েই থাক। ঠিক আছে। এবং, আমাদের রাগিয়ে দিও না। যেদিন, আমদের রাগ হয়ে যাবে, সেদিন কেউ বাঁচবে না। সেদিন তুমিও বাঁচবে না। অন্য কেউও বাঁচবে না। এটা লিখে নাও। এবং, ভয় পাও আমাদের।’ (ডার্লিং, তুম ইনসান কে বাচ্চে বন কে রহো, ওকে ) এবং শেষে বলা হয়, ‘চল এবার তুমিও চা খাও। আর লোকেও চা খাওয়াও’।
ওই ভিডিওটি পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে যায় ভিভিন্ন সোশাল সাইটে। কী করে একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে কু-কথা বলে আক্রমণ করতে পারেন, প্রতিবেশী দেশের কোনও ব্যক্তি, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও, ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ বিষয়ে করা হয়নি কোনও মন্তব্য।
প্রসঙ্গত, এর আগে আইএস জঙ্গি সংগঠনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি হুমকি দেওয়া হয়। গোয়ার স্বরাষ্ট্র দফতরে ওই চিঠি আসার পর পরই এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। ওই সময় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকেও দেওয়া হয় হুমকি।-ইন্ডিয়া
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন