আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় কমপক্ষে ১২ জন ভারতীয় নিহত হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাবাহিনীতে এখনো ১৮ জন ভারতীয় কর্মরত আছেন। এদের মধ্যে রাশিয়া ১৬ জনকে ‘নিখোঁজ’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
ভারত গত বছর জানিয়েছিল, তারা একটি বড় মানব পাচারকারী নেটওয়ার্কের সন্ধান পেয়েছে। এই চক্রটি তরুণদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাচ্ছে। তাদেরকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।